অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন

আপনি কি আপনার সন্তান বা প্রিয়জনের জন্ম নিবন্ধন নিয়ে চিন্তিত? আপনি এখন খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন তা আপনার হাতে থাকা ফোন, কম্পিউটার বা পিসির সাহায্যে । অনলাইনে জন্ম নিবন্ধন শুরু করার পূর্বে কিছু প্রয়োজনীয় কাগজ পত্র আপনার হাতের কাছে থাকা অবশ্যক।

নিবন্ধনাধীন ব্যক্তির বয়স ০ হতে ৪৫ দিন হলে
  • ইপি.আই (টিকার) কার্ড।
  •  পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূরক)সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  •  বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন থাকা অবস্যক।
  • ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  •  আবেদনকারী/ অভিভাবকের মোবাইল নম্বর
বয়স ৪৬ দিন হতে ৫ বছর হলে
  • ইপি.আই (টিকার) কার্ড/স্বাস্থ্য কর্মীর প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সীল সহ প্যাডে দিতে হবে।
  •  পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  •  প্রযোজ্য ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র সীল ও স্বাক্ষর সহ।
  •  বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
  •  ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  •  আবেদনকারী/ অভিভাবকের সচল মোবাইল নম্বর।
বয়স ৫ বছরের উপরে হলে
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/ জে.এস.সি অথবা এস.এস.সি ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্সর ও সীল প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমে ৭ (সাত) এর ১ নং কলামে স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
  •  উল্লেখ্য যে, যাদের জন্ম 01/01/2001 এর পরে সে ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  •  উল্লেখ্য যে, যাদের জন্ম 01/01/2001 এর পূর্বে/ আগে সে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি।
  •  যদি জন্ম 01/01/2001 এর পূর্বে/ আগে হয় সে ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচযপত্রের ফটোকপি। পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ থাকলে তা প্রদান করতে হবে।
  •  উল্লেখ্য যে, যাদের জন্ম 01/01/2001 এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করে পরে মৃত্যু সনদ গ্রহণ করতে হবে।
  • বাড়ীর হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এ রশিদ হাল সন লাগবে।
  •  আবেদনকারী /অভিভাাবকের সচল মোবাইল নম্বর।
  • ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক / ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
  • আবেদন এর সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া
  • অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন সম্পাদান করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
  • প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে এই লিংকটিতে প্রবেশ করার মাধ্মে আপনি আপনার জন্ম নিবন্ধন আবেদন কার্যক্রম শুরু করতে পারেন।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন কারার জন্য লিংকটিতে প্রবেশে করেলে নিচের মত একটি ফেস দেখতে পাবেন।

Screenshot 1

মেনু হতে “জন্ম নিবন্ধন” লিখার উপরে চাপ দিলে নিচের মত একটি ফেস দেখতে পাবেন।

jnmonibobdhon2

আপনি আপনার যে ঠিকায় জন্ম নিবন্ধন করতে চান সেই ঘরে টিক মার্ক দেবেন। যদি আপনি প্রবাসে থাকেন তাহলে দূতাবাসের ঘরে ঠিক মার্ক দেবেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করুন করুন। পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের ফেসটি দেখতে পাবেন।

jonmo nibondhon3

খুব যত্নসহকারে ফর্মটি পূরন করতে হবে। এখানে যে নাম ব্যবহার করবেন সেই নাম ঠিকানা ব্যবহার করবেন জন্ম নিবন্ধন সনদে তা লিপিবদ্ধ করা হবে। ফরমটি পূরন করে পরবর্তী বাটনে চাপ দিলে নিলে নীচের ফেসটি দেখতে পাবেন।

এখানে জম্ননিবন্ধনাধীন ব্যক্তির পিতা মাতার তথ্য দিয়ে ফরমটি পূরন করতে হবে।

Screenshot 4

ফরমটি পূর্নরুপে পূরন করে পরবর্তী বাটনে চাপ দিলে নিচের ফেসটি দেখতে পাবেন। যদি আপনার স্থায়ী ঠিকানা এবগ জন্মস্থানের ঠিকানা একই হয় তাহলে উপরের ঘরে চেক মার্ক দিলে আপনার আগের দেওয়া ঠিকানা অনুযায়ী ঘরগুলো আপনা আপনি পুরন হয়ে যাবে আর যদি আলাদা হয় তাহলে আপনাকে একটু কষ্ট করে তা পুরন করতে হবে।

Screenshot 5

উপরের ফরমটি পুরন করে পরবর্তী বাটনে চাপ দিলে নীচের ফেসটি দেখতে পাবেন। এখানে আবেদনকারীর প্রত্যায়ন ফরমটিতে কে আবেদন করতেছে অর্থাৎ নিবন্ধনাধীন ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক কি তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় কাগজত্রগুলো সংযোগ বাটনে চাপ দিয়ে ফাইলগুলো আপলড করে দিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফাইললো কোন ক্রমেই ২ মেঘাবাইটের উপরে না হয় এবং ফাইলগুলো “jpg” “jpeg” অথবা “png” ফরমেটে থাকে।

Screenshot 6

ফাইলগুলো আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে সবমিট করা হলে নীচের ফেসটি দেখতে পাবেন। এখানে আপনার পুরো আবদনটির রিভিউ দেখানে হবে। ভালভাবে যচাই করে যদি সব ঠিক থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে ‘”পাঠান” বাটনে চাপ দিলে আপনার দেওয়া মোবাইলে একটি ওপিটি পাঠানো হবে।ওপিটির ঘরে ওপিটি নাম্বার দিয়ে সাবমিট বাটনে চাপ দিন।

jonmo7 n

সাবমিট করার সাথে সাথে আপনার আবেদনটি জন্ম নিবন্ধন অফিসের কার্যালইয়ে চলে যাবে এবং আপনি নীচের ফেসটি দেখতে পাবেন।

jonmo7

আবেদনপত্র প্রিন্ট বাটনে চাপ দিয়ে এটি প্রিন্ট করে নিতে পারেন অথবা এটির একটি স্কিনশট নিয়ে তা প্রিন্ট করে নিতে পারেন। তাদের দেওয়া সময়ের মধ্যে আপনি আপনার যাবতিয় কাগজপত্র সাথে নিয়ে পরিষদে যোগাযোগ করে জন্ম সনদটি নিয়ে নিতে পারে।

অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন বিষয়ে আরোও জানতে চাইলে এখানে ভিজিটক করুন।

আমাদের সেবা সমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *