জন্ম নিবন্ধন কি?
জন্ম নিবন্ধন হলো একটি অফিসিয়াল দলিলপত্র বা দলিল যা কোনও ব্যক্তির জন্ম তথ্য ও ব্যক্তির সাথে সংযুক্ত করে তার জন্মের তথ্য ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্যের তথ্য সংরক্ষণ করে। জন্ম নিবন্ধনের ফলে ব্যক্তির জন্ম তথ্য, যেমন জন্ম তারিখ, স্থান, বাবার ও মায়ের নাম ইত্যাদি সরকারী নিবন্ধক কার্যালয়ে সংরক্ষিত হয়ে থাকে। এই তথ্য অনেক ক্ষেত্রে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, ভোটার তালিকা ইত্যাদি জনসংখ্যার প্রতিনিধিত্বে ব্যবহৃত হয়।
সূচি পত্র
জন্ম নিবন্ধনের জন্য প্রয়জনীয় কাগজ পত্র
বয়স ০ থেকে ৪৫ দিন হলে
- ইপি.আই (টিকার) কার্ড।
- পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূরক)সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন থাকা অবস্যক।
- ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- আবেদনকারী/ অভিভাবকের মোবাইল নম্বর
বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে
- ইপি.আই (টিকার) কার্ড/স্বাস্থ্য কর্মীর প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সীল সহ প্যাডে দিতে হবে।
- পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- প্রযোজ্য ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র সীল ও স্বাক্ষর সহ।
- বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
- ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- আবেদনকারী/ অভিভাবকের সচল মোবাইল নম্বর।
বয়স ৫ বছরের অধিক হলে
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/ জে.এস.সি অথবা এস.এস.সি ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্সর ও সীল প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমে ৭ (সাত) এর ১ নং কলামে স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
- উল্লেখ্য যে, যাদের জন্ম 01/01/2001 এর পরে সে ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- উল্লেখ্য যে, যাদের জন্ম 01/01/2001 এর পূর্বে/ আগে সে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি।
- যদি জন্ম 01/01/2001 এর পূর্বে/ আগে হয় সে ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচযপত্রের ফটোকপি। পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ থাকলে তা প্রদান করতে হবে।
- উল্লেখ্য যে, যাদের জন্ম 01/01/2001 এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করে পরে মৃত্যু সনদ গ্রহণ করতে হবে।
- বাড়ীর হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এ রশিদ হাল সন লাগবে।
- আবেদনকারী /অভিভাাবকের সচল মোবাইল নম্বর।
- ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক / ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
- আবেদন এর সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
জন্ম নিবন্ধন কেন জরুরি?
আপনার জন্ম সনদটি নিম্নক্ত কাজগুলর জন্য খুবই জরুরি। এমন আপনার জন্ম নিবন্ধন কাগজ ছাড়া এই কাজগুলো সম্পাদন অসম্ভব প্রায়।
- পাসপোর্ট ইস্যু
- বিবাহ নিবন্ধন
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
- সরকারি-বেসরকারি বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান
- ড্রাইভিং লাইসেন্স ইস্যু
- ভোটার তালিকা প্রণয়ন
- জমি রেজিষ্ট্রেশন
- ব্যাংক হিসাব খোলা
- আমদানি ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি
- গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
- ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি
- ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি
- বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
- গাড়ির রেজিষ্ট্রেশন
- ট্রেড লাইসেন্স প্রাপ্তি
- জাতীয় পরিচয়পত্র [এন আই ডি] প্রাপ্তি।
জন্ম নিবন্ধন ফি কত টাকা?
০ হতে ৪৫ দিন | ফ্রি |
৪৫ দিন হতে ৫ বছর | ২৫ টাকা |
৫ বছরের উপরে | ৫০ টাকা |
সংশোধন ফি | ৫০ টাকা |
কোথায় গিয়ে আবেদন করবেন?
আপনি আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে ফরম পুরনের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনি আপনার কম্পিউটার বা হাতে থাকা ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদ করতে আমাদের দেওয়া লিংকে প্রবেশ করে বিস্তারিত তথ্য দিয়ে ফরমটি পূরন করুন।এখানে ক্লিক করুন।
ফরমটি পূরনের পূর্বে এই পোষ্টি ভালভাবে পড়ুন তাহলে ফরম পূরনে কোন সমস্যা হবেনা। এখানে ক্লিক করুন।
আমাদের সেবা সমূহ
- অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন।
- অনলাইনে জন্ম সনদ চেক করুন।
- অনলাইনে এন আই ডি আবেদন।
- অনলাইনে এন এই ডি যাচাই।
- স্লিপ নাম্বার দিয়ে এন আই ডী যাচাই/
- অনলাইনে এন এই ডি সংশোধন।
- অনলাইনে বাংলাদেশে পাসপোর্ট আবেদন।
- অনলাইনে প্রবাশে পাসপোর্ট আবেদন।